নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

পীরগাছায় কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

রংপুরের পীরগাছায় ছাওলা ইউনিয়নের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রাস্তায় নামিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এবং নিজের অপকর্ম ঢাকার জন্য বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিক্ষোভ মিছিল করেন কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম। মিছিল করার কথা জানতো না শিক্ষার্থীদের অভিভাবকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

অভিভাবকরা বিষয়টি জানার পর কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের দুর্নীতি, অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে মানববন্ধন করেন তারা। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীর পাশাপাশি পাওটানাহাট সিনিয়র ফাজিল মাদরাসা, পাওটানাহাট কলেজ, পাওটানাহাট বালিকা উচ্চ বিদ্যালয় ও পাওটানাহাট বালিকা দাখিল মাদরাসার ছাত্রীদের হাতে লাঠিসোটা দিয়ে প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম তার ব্যক্তিস্বার্থ হাসিল করার জন্য বিক্ষোভ মিছিল করান বলে অভিযোগ করেন অভিভাবকরা। এ অভিযোগ তুলে রোববার (১ সেপ্টেম্বর) সকালে মানববন্ধন করেন তারা। এর আগের দিন শনিবার (৩১ আগস্ট) প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম ও তার সহযোগী ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেনের পতদ্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন তারা। 

আব্দুল কাদের সরকারের সভাপতিত্বে ও শাখেরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন অভিভাবক ইলেকট্রিশিয়ান আইয়ুব আলী, আব্দুল মোতালেব, ইয়াকুব আলী, মোকছেদুল হক, মোতালেব হোসেন, চাঁন মিয়া, রিয়াজুল ইসলাম মিলিটারি, মাহবুব হাসান মুকুটসহ অনেকে।

অভিভাবকরা তাদের বক্তব্যে বলেন, প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম তার ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে ব্যবহার করে বিক্ষোভ মিছিল করিয়েছেন। কলমের বদলে হাতে তুলে দিয়েছে লাঠিসোটা। কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও পাওটানাহাট দাখিল মাদরাসার শিক্ষার্থীদের জোর করে ডেকে এনে রাস্তায় নামিয়ে দেন প্রধান শিক্ষক আনোয়ারুল। এতে ইন্ধন দেন তার ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন ও পাওটানাহাট দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মহসিন আলী। শিক্ষার্থীরা হঠাৎ লাঠিসোটা নিয়ে রাস্তায় এ খবরে আতঙ্কিত অভিভাবকরা। 

কেন তারা লাঠিসোটা নিয়ে রাস্তায় মিছিল দিয়েছে এ প্রশ্নের জবাবে পাওটানাহাট দাখিল মাদরাসার শিক্ষার্থী অন্তরা ও ফাহমিদা আক্তার বলেন, আমরা মহসিন স্যারের কথায় মিছিলে গিয়েছিলাম। তবে কি জন্য মিছিল তা আমরা জানিনা।  

এবিষয়ে পাওটানাহাট দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মহসিন আলী বলেন, যেহেতু ওইদিন আমরা মাদরাসায় উপস্থিত ছিলাম শিক্ষার্থীদের মিছিলে যেতে দেওয়া ঠিক হয়নি। এর দায় আমরা অস্বীকার করতে পারিনা।

ওই মাদরাসার সহসুপার নজরুল ইসলাম জানান, আমার নিষেধ সত্ত্বেও মহসিন মাস্টার ও প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম ছাত্রীদের রাস্তায় নামিয়ে দেন।

এব্যাপারে কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, পাওটানাহাটের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি। এতে সাংবাদিকদের বাহবা দেওয়া উচিত।

ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন জানান, শিক্ষার্থীদের নিয়ে এমন কাজ করার সুযোগ নেই। এ বিষয়ে তিনি অবগত আছেন। বিষয়টি খতিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 


আরও খবর