রংপুরের পীরগাছায় ওলামা মাশায়েখের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা হাশিম আলীর সভাপতিত্বে ও পাওটানাহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন রংপুর জেলা শাখার ওলামা বিভাগের সভাপতি অধ্যাপক মাওলানা নুরুল আমিন।
উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ, পবিত্রঝাড় ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুজ জাহের, পীরগাছা কলেজের সাবেক উপাধ্যক্ষ মাওলানা আনোয়ার উল্ল্যাহ, জেলা ওলামা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম মিলন, স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোস্তাাফিজার রহমান, দপ্তর সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন আমির আব্দুর জব্বার। এছাড়াও সম্মেলনে আলেম, ওলামা, ইমাম, খতিব এবং মুয়াজ্জিনসহ সাধারণ মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।
১ দিন ৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ২৬ মিনিট আগে
৩ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ১০ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ১৬ মিনিট আগে
৬ দিন ৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
৮ দিন ৩৫ মিনিট আগে