রংপুরের পীরগাছায় সদ্য প্রতিষ্ঠিত আধুনিক ও নৈতিক শিক্ষা সমন্বিত আল হিদায়া একাডেমির উপদেষ্টামন্ডলীর প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পীরগাছা-রংপুর রোড (ওয়ালটন প্লাজা সংলগ্ন অবস্থিত) আল হিদায়া একাডেমির হলরুমে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
পীরগাছা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ শাহ আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে ও পশ্চিমদেবু দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক আসাদুজ্জামান আল-আমিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুজ্জাহের, পীরগাছা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান একেএম আমিনুল ইসলাম স্বপন, লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবার রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন আল হিদায়া একাডেমির প্রশাসনিক পর্ষদের সেক্রেটারী আব্দুল মুত্তালিব, অভিভাবক সদস্য পীরগাছা মহিলা কলেজের প্রভাষক লাবনী বেগম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট খালিদ সাইফুল্লাহ, শিক্ষক প্রতিনিধি হাফেজ ক্বারী এনামুল হক, বিদ্যোৎসাহী পীরগাছা জেএন সরকারি উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সষ্ট্রাক্টর ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, আল হিদায়া একাডেমির সহকারী প্রধান শিক্ষক মাহবুবার রহমান, সহকারী পরিচালক ফারহানা আক্তার লায়লা ও পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক আবু সুফিয়ান।
আল হিদায়া একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার কেএম সুলতানুল আউলিয়া তার বাণীতে বলেন, প্রচলিত মাদরাসা শিক্ষায় বিজ্ঞানসহ তথ্য প্রযুক্তির যথাযথ শিক্ষার যেমনটি ঘাটতি রয়েছে, ঠিক তেমনি সাধারণ শিক্ষায় ধর্মীয় মূল্যবোধ শিক্ষাগুলো বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের যথাযথ প্রাধান্যতা পায়নি। তিনি আরও বলেন, চলতি বছরের নভেম্বর থেকে তাদের নিজস্ব ক্যাম্পাসে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। নতুন প্রজন্মের কাঙ্খিত ভবিষ্যত বিনির্মাণে আল হিদায়া একাডেমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
১ দিন ৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ২ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে
৬ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮ দিন ২৭ মিনিট আগে