“পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পীরগাছা থানা চত্ত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। থান অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন।
অফিসার ইনচার্জের আয়োজনে ও এসআই শাহনেওয়াজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মাহমুদুল হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান আফছার আলী, উপজেলা জামায়াতের আমির মোস্তাক আহমেদ, পীরগাছা সরকারি কলেজের প্রভাষক মোত্তালিব হোসেন, ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল জব্বার, ইউপি চেয়ারম্যান বজলুর রশীদ মুকুল ও আব্দুস সালাম আজাদ জুয়েল, ছাত্র সমন্বয়ক ফারদিন আহসান মাহিম প্রমুখ।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, পুলিশের সাথে সাক্ষাত হলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, হ্যান্ডশেক করবেন। সালাম বিনিময় করতে হবে, সালামের মাধ্যমে শুভেচ্ছা ও নিরাপত্তার বার্তা দিতে হবে। সালাম তো মানুষের নিরাপত্তার বার্তা দেয়। সেই সাথে মাদক, জুয়া, বাল্যবিবাহ, পারিবারিক কলহ, রাস্তাঘাটে জনগণের নিরাপত্তা জোরদার প্রভূতি বিষয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
১ দিন ৪ ঘন্টা ৫২ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ০ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ১৬ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ২১ মিনিট আগে
৬ দিন ৬ ঘন্টা ২ মিনিট আগে
৮ দিন ৪০ মিনিট আগে