সড়ক দুর্ঘটনার চারদিন পর শনিবার (২৬ অক্টোবর) বিকেলে মারা যান নাজমুল ইসলাম (৪২)। অপর বন্ধু আশরাফুল ইসলাম মারা যান রোববার (২৭ অক্টোবর) সকালে। তারা দুজনেই রংপুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নাজমুল ইসলাম রংপুরের পীরগাছার অন্নদানগর ইউনিয়নের নবু পাঠানপাড়া গ্রামের আবু সুফিয়ানের বড় ছেলে। অপর বন্ধু আশরাফুল ইসলাম একই ইউনিয়নের পশ্চিম ব্রাহ্মণীকুন্ডা গ্রামের এমদাদুল হক মাস্টারের ছেলে। তারা দুজনেই এক সঙ্গে ব্যবসা করতেন।
তাদের ঘনিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ অক্টোবর) নাজমুল ও আশরাফুল দুজনে ব্যবসার উদ্দেশ্যে রংপুরের পীরগঞ্জ (শঠিবাড়ী) এলাকায় গিয়েছিলেন এক লোকের বাড়িতে। কাজ শেষে বাড়ি ফেরার পথে মডার্ণ মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে হেলমেট ভেঙে মাথায় ঢুকে যায় মোটরসাইকেল আরোহীর আশরাফুলের। এসময় পিছনে থাকা নাজমুল তার বুকে মারাত্মকভাবে আঘাত পান। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করান।
চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর শনিবার বিকেলে মারা যান নাজমুল। আশরাফুল মারা যান রোববার সকালে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন দুই বন্ধু। শনিবার রাত ১১টায় তার নিজগ্রামে নাজমুলকে দাফন করা হয়। আশরাফুলকে দাফন করা হয় রোববার বাদ যোহর তার গ্রামে। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য রেজাউল করিম ও ইমান আলী।
১ দিন ৪ ঘন্টা ৫০ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৩ দিন ৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ১৪ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে
৬ দিন ৬ ঘন্টা ০ মিনিট আগে
৮ দিন ৩৯ মিনিট আগে