হাজার নয়, লক্ষ টাকাও নয় মাত্র ২০০টাকার খাবার খেলে বা প্যাকেজমূল্যে পেতে পারেন একটি রানার বুলেট ১০০সিসি। এছাড়াও থাকছে অন্যান্য ১০০টি পুরস্কার। ২০০টাকার খাবারের তালিকায় রয়েছে কালাভূনা, ১০ প্রকারের ভর্তা, হাঁসের গোশত, হাড়িপাতিলের গোশত আর ভাত আনলিমিটেড। আর এ অফারটি চালু করেছেন রংপুরের পীরগাছার কৈকুড়ী ইউনিয়নের চৌধুরাণী বাজারের রিয়াদ হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক আব্দুল আউয়াল মিয়া।
তিনি জানান, ভালো খাবারের প্রত্যাশায় তিনি এ অফারটি চালু করেছেন। যাতে মানুষ ২০০টাকার খাবার খেয়ে পেতে পারেন একটি রানার বুলেট ১০০সিসিসহ ১০০টি পুরস্কার। তিনি আরও জানান, খাবার শেষে একটি টোকেন দেওয়া হয়। সেই টোকেন বক্সে ফেলতে হয়। পরে র্যাফেল ড্রয়ের মাধ্যমে নির্বাচিতদের দেওয়া হবে এ পুরস্কার।
কুড়িগ্রাম, লালমনিরহাট ও স্থানীয়রা জানান, নতুনরুপে এই হোটেলের খাবারের মান ভালো। পরিবেশও ভালো। মাত্র ২০০টাকায় খাওয়া যায় বিভিন্ন ধরণের খাবার এবং খাওয়া শেষে একটি কুপন দেওয়া হচ্ছে। ভাগ্য ভালো হলে পাওয়া যাবে একটি রানার বুলেট ১০০সিসিসহ ১০০টি পুরস্কার। যা অবিশ্বাস্য!
১ দিন ৪ ঘন্টা ৫০ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৩ দিন ৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে
৬ দিন ৬ ঘন্টা ০ মিনিট আগে
৮ দিন ৩৯ মিনিট আগে