রংপুরের পীরগাছায় যুব সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন।
পীরগাছা সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হাসান প্রান্তিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ উদ্দিন সেতু, সালমান আলম, উপজেলা ছাত্রদল নেতা ফজলু, বাবু মণ্ডল, সোহেল তানভীর, রাকিব, জন্স, শাকিল আহমেদ, মনির, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক লাবণ্য. পীরগাছা সরকারি কলেজ ছাত্রদল নেতা আবির হাসান লিমন, শামীম সরকার, পাপন, জিতু, সিয়াম প্রমুখ। খেলায় পাগলাপীর বনাম পশ্চিমদেবু অংশগ্রহণ করে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে পশ্চিমদেবু বিজয়ী হয়।