রংপুরের পীরগাছায় যুব সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) রাতে পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক সাইফুল ইসলাম।
উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি রহিম উদ্দিন ভরসা কলেজের প্রভাষক আহম্মদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কলেজ শিক্ষক সমিতির সহসভাপতি পীরগাছা মহিলা কলেজের প্রভাষক শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক পীরগাছা বহুভাষী সাঁটলিপি কলেজের প্রভাষক আনিছুর রহমান বাবু, বিএনপি নেতা ফারুক আহমেদ লিটন, ৫নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি শহিদুল ইসলাম বুদা, ২নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফর রহমান, পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মামুনুর রশিদ, সমাজসেবক কামরুল হাসান কাজল প্রমুখ। খেলায় পীরগাছা জেএন বনাম দেউতি জুনিয়র অংশগ্রহণ করে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দেউতি জুনিয়র বিজয়ী হয়।