রংপুরের পীরগাছায় ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে উপজেলা জামায়াত কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
২০২৫-২৬ মেয়াদে পীরগাছা সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা খলিলুর রহমান জিহাদী, সহসভাপতি সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম, খালেদ সাইফুল্লাহ, ফজলুল হক, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সহসম্পাদক আরিফুল ইসলাম ও আকবর আলী।
ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা খলিলুর রহমান জিহাদীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল জব্বার। প্রধান আলোচক ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুকুল ইসলাম রাখু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক শামিম আল মামুন, সহসম্পাদক সোহেল রানা সুমন, জেলা অর্থসম্পাদক রওশন আলম, মাহিগঞ্জ থানার সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, জেলা শ্রমিক কল্যাল ফেডারেশনের সহকারী সেক্রেটারী জহির উদ্দিন জুয়েল সহ শ্রমজীবী মানুষ।