রংপুরের পীরগাছায় কান্দিরহাট প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় স্কুলের নিজস্ব ক্যাম্পাসে বিদায়নুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পরিচালক রফিকুল ইসলাম, খন্দকার মো. আতাউর রহমান, মেহেদী হাসান নয়ন, কমল চন্দ্র সরকার, মোঃ আনিসুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে মো. সিফাত হোসেন সৈকত বক্তব্য প্রদান করেন।
পরে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। স্কুল সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশেষ অতিথি মো. আকবর আলী। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কান্দিরহাট প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক জনাব মো.জাহিদ হাসান জীবন ।