রংপুরের পীরগাছায় গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) প্রকল্পের লটারীর মাধ্যমে দুই ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী উপস্থিত থেকে লটারীর কার্যক্রম সম্পন্ন করেন। লটারীতে মেসার্স ইঞ্জিনিয়ারিং এসোসিয়েট ও মেসার্স মকবুল ট্রেডার্স এর নাম উঠে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ, কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান নুর আলম মিয়া, গণস্বাস্থ্য কর্মকর্তা সানোয়ার মোর্শেদ, যুব উন্নয়ন কর্মকর্তা কায়সার আলী, ঠিকাদার আমিনুল ইসলাম রনজু সহ অনেকে। লটারীতে ‘মেসার্স ইঞ্জিনিয়ারিং এসোসিয়েট’ উপজেলার ছাওলা ইউনিয়নের নারায়ণপুর মৌজার মসজিদ সংলগ্ন পাকা রাস্তা হতে মোহাম্মদ আলীর বাড়ি পর্যন্ত রাস্তা এইচবিবিকরণে ২৭লক্ষ টাকা ২২হাজার টাকার প্রকল্প পান। অপর ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স মকবুল ট্রেডার্স’ উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর বাজার এইচবিবি রাস্তা হতে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ আশ্রয়ণ প্রকল্পে যাওয়ার রাস্তা আলমের বাড়ি পর্যন্ত রাস্তা এইচবিবিকরণে ৬৭লক্ষ ২১হাজার টাকার প্রকল্পে পান।