নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের একটি কলা বাগানে পাওয়া গেল অজ্ঞাত দুই ব্যাক্তির রক্তাক্ত গলা কাটা মরদেহ।
৫ ডিসেম্বর সোমবার ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, কলাবাগানের পার্শ্ববর্তী এলাকার মোঃ রফিক হোসেন হোসেন প্রথমে লাশ দেখেন কলা বাগানে।
রফিক হোসেন বলেন "আমি কলাবাগানের পাশে আসলে একজন শুয়ে আছে দেখি,তারপর আমি তাকে ডাক দিলে সে জবাব দেয়নি, তারপর আমি একটু সামনে আগালেই দেখি রক্তাক্ত গলা কাটা ব্যাক্তির লাশ। তারপর দক্ষিন দিকে তাকিয়ে দেখি গলা কাটা আরেকটি রক্তাক্ত লাশ। তারপর আমি ৯৯৯ এ কল দিয়ে জানাই এবং এলাকাবাসী কে ডেকে আনি"।
খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে আসে, নিহত দুই ব্যাক্তির মরদেহ কে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। রায়পুরা থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেন, অতিদ্রুত নিহত ব্যক্তিদের পরিচয় উদঘাটন ও এই জোড়া খুনের রহস্য বের করে অপরাধীদের ধরার চেষ্টা চলছে।
এই ঘটনার পর থেকে অত্র এলাকা সহ আশে পাশের এলাকার মানুষ জন জড়ো হতে থাকে কলাবাগানে মরদেহ কে দেখতে।
১৬৬ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে
২১২ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে
২২৫ দিন ২ ঘন্টা ১১ মিনিট আগে
৩৪৭ দিন ১ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩৫৬ দিন ২৩ ঘন্টা ১ মিনিট আগে
৪০৬ দিন ১ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪৭১ দিন ১৮ ঘন্টা ২৯ মিনিট আগে
৪৭২ দিন ১৫ ঘন্টা ২১ মিনিট আগে