রায়পুরার জোড়া হত্যা মামলার আসামী দুই দিনের মধ্য গ্রেফতার।
রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নে কলাবাগানে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনার দুইজন আসামী গ্রেফতার করে, আজ ৭ ডিসেম্বর বুধবার প্রেস বিফিং এ জোড়া খুনের রহস্য উদঘাটন করে নরসিংদী জেলা পুলিশ।
গত ৫ ডিসেম্বর সোমবার এই জোড়া খুনের ঘটনা ঘটে। খুন হ ওয়া দুই ব্যক্তি হলেন মোহাম্মদ আলী ও মো: দ্বীন ইসলাম। প্রেস বিফিং এ জানা গেছে দুইজন ই জোয়া খেলায় আসক্ত ছিলেন।
প্রেফ বিফিং এ জেলা পুলিশ বলেন, পুলিশ সুপার, নরসিংদী জনাব কাজী আশরাফুল আজীম, পিপিএম মহোদয়ের সুনির্দিষ্ট দিক-নির্দেশনায় ডিবি নরসিংদী জেলা ছায়া তদন্ত শুরু করে। জনাব মোহাম্মদ আবুল বাসার পিপিএম-বার, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, নরসিংদীর নের্তৃত্বে এসআই (নিঃ) মোঃ মাহমুদুল হাসান, এসআই (নিঃ) আশরাফুল আলম, এসআই(নিঃ) মোঃ মাহমুদুল হাসান মারুফ, এসআই(নিঃ) কবির উদ্দিন, এসআই(নিঃ) সাদেকুর রহমান,জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নরসিংদী সর্ঙ্গীয় ফোর্সের সহায়তায় ০৬/১২/২০২২ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় রায়পুরা থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
মামলার ঘটনায় জড়িত আসামী ১। মিল্লাত হোসেন বাইজিদ ওরফে কামরুল (১৮),পিতাঃ আসাদ,সাং-শেরপুর পশ্চিম পাড়া, থানাঃ রায়পুরা, জেলাঃ নরসিংদী,২। কাউসার (২৫), পিতাঃ দুলাল মিয়া, সাং-শেরপুর কান্দাপাড়া,থানাঃ রায়পুরা, জেলাঃ নরসিংদী দ্বয়কে গ্রেফতার করেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং তারা সহ মোট ০৬(ছয়)জন আসামী কিলিং মিশনে অংশ গ্রহন করে বলে জানায়। আসামীরা আরোও জানায় জুয়া খেলার টাকা-পয়সার লেনদেনের বিরুধ সংক্রান্তে উক্ত হত্যাকান্ড সংঘটিত হয়েছে।
আসামীদ্বয়ের স্বীকারোক্তি ও দোখানোমতে হত্যা কান্ডে ব্যাবহৃত ছোড়া উদ্ধার করা হয়েছে। এবং আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
১৬৬ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে
২১২ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে
২২৫ দিন ২ ঘন্টা ১২ মিনিট আগে
৩৪৭ দিন ১ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩৫৬ দিন ২৩ ঘন্টা ১ মিনিট আগে
৪০৬ দিন ১ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪৭১ দিন ১৮ ঘন্টা ২৯ মিনিট আগে
৪৭২ দিন ১৫ ঘন্টা ২১ মিনিট আগে