মোঃ শাকিল মোল্লা ,রাজবাড়ী জেলা প্রতিনিধি, ১৬ জুলাই ২০২৩
রাজবাড়ী জেলা পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান
এর নির্দেশনায় ,রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জুলাই (শনিবার) রাত দশটার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান খান অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা রাজবাড়ী এর নেতৃত্বে এএসআই জাহাঙ্গীর মাতুব্বর সঙ্গী ও অফিসার ফোর্স সহ রাজবাড়ী জেলার সদর থানা আলিপুর নিজামুদ্দিনের চায়ের দোকানের ভিতর থেকে ছয় জুয়ারি কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মজনু প্রামানিক(৩৮), পিতা-মৃত মোকছেদ প্রামানিক, ২। মোঃ আরিফ শেখ(৩৪), পিতা-মোঃ শহীদ শেখ, ৩। মোঃ কুরবান আলী প্রামানিক(৪৫), পিতা-মৃত আঃ রহমান প্রামানিক, ৪। মোঃ ইসলাম মন্ডল(৩৪), পিতা-মোঃ নবাব আলী মন্ডল, ৫। মোঃ খলিল মজুমদার(৫০), পিতা-মৃত কাদের মজুমদার, ৬। মোঃ শফিক খা(৪০), পিতা-মৃত মহিউদ্দিন খা।
তাদের কাছ থেকে নগদ ৩১৮০ টাকা ও বিভিন্ন রংয়ের ০১(এক) পেটি(বান্ডিল) খেলার তাস, একটি জুয়া খেলার হিসাব খাতা, জুয়ার খেলার আসরে বসার জন্য প্লাষ্টিকের ১ টি চট পাওয়া যায়।এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।