রামগড়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
এমদাদ খান রামগড় প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়ির রামগড়ে নানান কর্মসূচিতে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।শুক্রবার (১৭ মার্চ ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী বের করা হয়। র্যালীটি রামগড় বাজার ঘুরে পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রামগড় উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, রামগড় পৌরসভা, বাংলাদেশ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান,সেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিনের সভাপতিত্বে টাউন হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সহকারী শিক্ষা কর্মকর্তা উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথি ছিলেন রামগড় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মানস চন্দ্র দাস, রামগড় থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান।এসময় রামগড় উপজেলার সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ,জনপ্রতিনিধি,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, শিক্ষক- শিক্ষার্থী,সাংবাদিক এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় পতাকা উত্তোলন,প্রতীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রশাসন।
অন্যদিকে উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় অফিসে পতাকা উত্তোলন,কেক কাটা হয়েছে।এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন,সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর,রামগড় পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল আলম কামাল সহ আওয়ামীলীগ,যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৭ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে
২২ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
২২ দিন ৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
২৪ দিন ৭ ঘন্টা ৪৪ মিনিট আগে
২৫ দিন ৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
৯৯ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
১০৯ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে
১১৪ দিন ১২ ঘন্টা ৭ মিনিট আগে