পটুয়াখালী রাঙ্গাবালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ৬ জুন মঙ্গলবার দুপুর ১ টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানায়, চরমোন্তাজ ইউনিয়নের নয়ার চর গ্রামের মো. বরকত শিকদারের (২২) একটি পাতার আঁটি লঞ্চে উঠিয়ে দেয়াকে কেন্দ্র করে ঘাটে দায়িত্বে থাকা চরমন্ডল গ্রামের মো. টিটন গাজীর (২৩) বাকবিতণ্ডা হয়। ঘাট ভাড়া নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে আহত হন মো. লোকমান (২৬), মো. টিটন গাজী (২৩), মো. মামুন গাজী (২৮) ও মিলন (৩৫)।
আহতদের পার্শ্ববর্তী উপজেলা গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দায়িত্বরত চিকিৎসক তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, এ ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে ।
৭১ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে
৭২ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে
৮৩ দিন ৮ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৬২ দিন ৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩০৫ দিন ২০ ঘন্টা ১০ মিনিট আগে
৩১১ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৩৪০ দিন ১৯ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৮১ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে