পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নিবন্ধনকৃত মৎস্যজীবি পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মৎস্য অধিদপ্তরের আওতায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট ( এসসিএমএফপি ) এর কম্পোনেন্ট ৩ কমিউনিটি এমপাওয়ারমেন্ট এন্ড লাইভলীহুড ট্রান্সফরমেশানের আয়োজনে এই প্রকল্পের কর্ম এলাকার নিবন্ধনকৃত মৎস্যজীবি পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।
এ সময় রাঙ্গাবালী উপজেলা থেকে ৫ জন শিক্ষার্থীকে প্রথম ধাপে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
চেক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলী আহমেদ, সাসটেইনেবল ডেভলপমেন্ট ফাউন্ডেশন ( এসডিএফ) এর ক্লাস্টার অফিসার (সিও) মোঃ আরিফ হোসেন , মেরিন অফিসার মোঃ সাহাদাত হোসেন ও নেসার উদ্দিন।
বক্তারা বলেন, তাদের লেখাপড়ায় উৎসাহ প্রদান করতে আমাদের এই প্রচেষ্টা। তারা মোট ৫০ হাজার টাকা পাবে। আমরা প্রথম ধাপে ২৫০০০ টাকা দিয়েছি । বাকিটা আগামী বছর পাবে । আমরা চাই রাঙ্গাবালী থেকে আগামী বছর আরো বেশি সংখ্যক ছেলেমেয়েরা আবেদন করবে এবং তারা বৃত্তি পাবেন।
৭১ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে
৭২ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮৩ দিন ৮ ঘন্টা ৪১ মিনিট আগে
১৬২ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে
৩০৫ দিন ২০ ঘন্টা ১৪ মিনিট আগে
৩১১ দিন ৫ ঘন্টা ২০ মিনিট আগে
৩৪০ দিন ১৯ ঘন্টা ৩২ মিনিট আগে
৩৮১ দিন ১০ ঘন্টা ২২ মিনিট আগে