মো: সিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধি:-সমগ্র দেশের ন্যায় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৪০টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা উৎসব উদযাপন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার থেকে ষষ্ঠি পূজার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ পূজা অর্চনা আরম্ভ হয়।
সরজমিনে গিয়ে দেখা যায় , ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা পূজা মন্ডপে ও মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের পূজা মন্ডপে সকল ধর্মীয় আচার আচরণ শেষ করে পূজা অর্চনা আরম্ভ করার জন্য ও উৎসব পালনের জন্য প্রস্তুত রয়েছে। সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য নিয়োজিত রাখা হয়েছে।এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন পাঠান ও সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবির বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দুর্গাপূজা উৎসব পালনের জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়োজিত রাখা হয়েছে। এছাড়াও সারক্ষণ তদারকির জন্য কন্টোলরুমের এর মাধ্যমে প্রতিমহূর্তে খোঁজ খবর নেয়া হচ্ছে এবং সারা উপজেলায় টহলের ব্যবস্থা করা হয়েছে।অর্থাৎ কোন ধরনের অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবে না বলে জানান। সকল পূজা মন্ডপে আশেপাশে এক উৎসব মুখর পরিবেশে বিরাজ করতে দেখা গেছে ।ছেলে মেয়েদের খেলনার মাটির বিভিন্ন বাসন ,কোষন ,ঘোরা,হাতি, পাখি পসরা সাজিয়ে বসেছে।
এ ব্যাপারে খাগুরিয়া কালীমাতা মন্দিরের সাধারণ সম্পাদক বাবু কালাচান পাল, জানান, আমাদের ধর্মীয় উৎসব মুখর পরিবেশে জাকজমকপূর্ণ ভাবে সকলের সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেন ।
৩৩ দিন ১৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৭১ দিন ৯ ঘন্টা ২৯ মিনিট আগে
১৭৪ দিন ১২ ঘন্টা ১১ মিনিট আগে
১৮০ দিন ৮ ঘন্টা ৪০ মিনিট আগে
১৮১ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে
১৮১ দিন ১২ ঘন্টা ২৭ মিনিট আগে
১৮৫ দিন ৮ ঘন্টা ১৮ মিনিট আগে
১৯৪ দিন ১০ ঘন্টা ৫৯ মিনিট আগে