জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জাতীয় শিক্ষা- সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হলেন মোছাঃ আর্জিনা খাতুন। তিনি উপজেলার ৬৬নং পঞ্চপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সম্প্রতি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার অনুভূতি ব্যক্ত করে প্রধান শিক্ষক আর্জিনা খাতুন বলেন, এ অর্জন আমার একার নয়। এ অর্জন পঞ্চপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকলের। শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় ভীষণ আনন্দিত। সব সময়ই চেয়েছি ছাত্র-ছাত্রীদের আধুনিক, যুগোপযোগী ও সংস্কৃতিমনা করে গড়ে তুলতে। শিক্ষার্থীদের পড়ালেখার মান বৃদ্ধিতে সবসময় সচেষ্ট। এ অর্জন আরো অনুপ্রেরণা যোগাবে এবং বিদ্যালয়ের ভাবমূর্তি আরো উজ্জল হয়ে উঠেছে। বিদ্যালয়ের সভাপতি সহ সহকারী শিক্ষকরা বলেন, তার একান্ত নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ই সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। তার এ সফলতার জন্য পরিবারের পাশাপাশি প্রতিষ্ঠানকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মানবিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
১৮ দিন ১ ঘন্টা ২৪ মিনিট আগে
১৫৫ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে
১৫৮ দিন ১৯ ঘন্টা ০ মিনিট আগে
১৬৪ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে
১৬৫ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে
১৬৫ দিন ১৯ ঘন্টা ১৬ মিনিট আগে
১৬৯ দিন ১৫ ঘন্টা ৮ মিনিট আগে
১৭৮ দিন ১৭ ঘন্টা ৪৯ মিনিট আগে