মোঃসিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধিঃ-জামালপুরের সরিষাবাড়ীতে সরকারি জমিতে নির্মিত ১৯টি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি উচ্ছেদ করেছে জেলা প্রশাসন । সোমবার সরিষাবাড়ী পৌরসভার পঞ্চপীর এলাকায় এ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, সরিষাবাড়ী পৌর সভার বাঙ্গালী মৌজার পঞ্চপীর এলাকায় খাস খতিয়ানভূক্ত সরকারি জমিতে অবৈধভাবে ১৯টি স্থাপনা গড়ে তুলে ব্যবসা-বানিজ্য ও বসবাস করে আসছিল স্থানীয়রা। সম্প্রতি ওই জমিতে সরকারি রাস্তার জন্য নির্ধারিত রাস্তার পার্শ্বে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের সিদ্ধান্ত নেয় জামালপুরের জেলা প্রশাসন। জামালপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট শ্রাবস্ত্রী রায় এর নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেনজেলা প্রশাসক এর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন । এসময় সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দিন, পৌর কমিশনার নিপ্পন মন্ডল, সহ জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি এবং পুলিশ সদস্যা ও পৌর কর্মচারীগন উচ্ছেদ অভিযানে সহযোগীতা করেন।
এ ব্যাপারে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন বলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট শ্রাবস্ত্রী রায় এর নির্দেশে সরকারী ভুমিতে অবৈধভাবে গড়ে তোলা বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।
১৯ দিন ১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৫৭ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৬০ দিন ৮ ঘন্টা ২০ মিনিট আগে
১৬৬ দিন ৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৬৭ দিন ৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৬৭ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৭১ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে
১৮০ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে