জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাক ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিপন মিয়া (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
আজ রবিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের একুশে মোড় রুদ্র বয়ড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিপন মিয়া আলহাজ্ব ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের (এইচএসসি) ২য় বর্ষের ছাত্র এবং পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের কৃষক হবিবুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, রবিবার সকালে মটরসাইকেল যোগে তারাকান্দির উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয় শিপন মিয়া। রুদ্র বয়ড়া আব্দুল্লাহ মোড়ে পৌঁছলে বিপরীত দিক তারাকান্দি থেকে ছেড়ে আসা একটি সার-বোঝাই ট্রাক ঐ মটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল চালক শিপন মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসেরর সদস্যরা এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাক জব্দ করে পুলিশ। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। ঘটনার পর থেকেই চালক পলাতক। ট্রাকটি জব্দ করা হয়েছে।
১৯ দিন ১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৫৭ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৬০ দিন ৮ ঘন্টা ২০ মিনিট আগে
১৬৬ দিন ৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৬৭ দিন ৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৬৭ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৭১ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে
১৮০ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে