জাতীয় শোক দিবস উপলক্ষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও অসাসম্প্রদায়িক বাংলাদেশ’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার (১৩ আগস্ট) সকালে অনলাইন নিউজ পোর্টাল ‘তালা নিউজ টোয়েন্টিফোর ডট কম’ এর আয়োজনে উক্ত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউজ টোয়েন্টিফোর ডট কম সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।
সাংবাদিক মীর জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের নেতা সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আ.হ.ম তারেক উদ্দীন, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাস সরকার, জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, জাসদের কেন্দ্রীয় নেতা ওবায়দুস সুলতান বাবলু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডোর সাতক্ষীরা জেলা সভাপতি লায়লা পারভীন সেজুঁতি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমুখ।
গোলটেবিল বৈঠকে মুক্ত আলোচনা করেন জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
৬ দিন ২১ ঘন্টা ৩১ মিনিট আগে
১১ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে
১৪ দিন ৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৪ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৪ দিন ২২ ঘন্টা ১৬ মিনিট আগে
১৭ দিন ১৬ ঘন্টা ৪৩ মিনিট আগে