স্বাধীনতার ৫৩বছর পর দেশ আজ চরম দু:সময় পার করছে বলে মন্তব্য করেছেন বিনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান। তিনি আরো বলেন,বাংলাদেশে যখনই দু:সময় এসেছে তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সঠিক পথ দেখিয়েছেন। ঝিনাইদহের শৈলকুপা পৌর বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার বিকালে কবিরপুর কাকলী কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় । পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হুসাইন, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কী, সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপির সাবেক আহবায়ক পান্না মীর, উপজেলা যুবদলের আহবায়ক রবিউল ইসলাম,সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুল ইসলাম আকুল, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মামুন জোয়ার্দ্দার, সদস্য সচিব আবুল খাঁয়ের খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুর রহমান মিঠু, পৌরছাত্র দলের আহবায়ক ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।এছাড়াও অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন । আলোচনা সভা ও ইফতার মাহফিল সঞ্চালন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা, ক্ষমতাশীন দল আওয়ামীলীগের তীব্র সমালোচনা করে বলেন দেশের গণতন্ত্র বিলুপ্ত করছে আওয়ামীলীগ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. হুমায়ুন বাবর ফিরোজ দলের সাংগঠনিক শক্তি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করে বলেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সঙ্গঠনের ইউনিয়ন পর্যায়ে দ্রুত পূর্ণাঙ্গ কমিঠি গঠন করতে হবে।
১৯ ঘন্টা ১২ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ১২ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ১৩ মিনিট আগে
১০ দিন ৫ ঘন্টা ৪০ মিনিট আগে
১৮ দিন ১০ মিনিট আগে
২০ দিন ৯ ঘন্টা ২ মিনিট আগে
২১ দিন ১৯ ঘন্টা ৫৮ মিনিট আগে
২২ দিন ১৯ ঘন্টা ৫২ মিনিট আগে