নির্বাচন পরবর্তী সহিংসতায় ঝিনাইদহের শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামে ২০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে অন্তত ১৫ জন। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, ২১ মে ষষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম মার্কায় ভোট না দিয়ে মোটরসাইকেল মার্কায় ভোট দেয়া নিয়ে বন্দেখালী গ্রামে বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এসময় উভয় গ্রুপের ২০টি বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় দু’গ্রুপের মধ্যে এ হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মেম্বারের সাথে একই গ্রামের মাতব্বর আওয়ামী লীগ কর্মী আতিয়ার রহমানের সামাজিকভাবে বিরোধ চলে আসছিল। তার জের ধরে আতিয়ার রহমান নিজ দলের সমর্থকদের নিয়ে মোটরসাইকেল মার্কায় ভোট দেন। তার জের ধরে দু’গ্রুপের ২০টি বাড়ি ভাংচুর ও লুটপাট হয়। এ সময় উভয় গ্রæপের জলিল উদ্দিন, পচাঁ মন্ডল, আজব মন্ডল, আদেল, আকুল, মামুন হোসন, মশিরুল শেখ, হাফিজুল শেখ, শাহিন শেখ, মাজেদা খাতুন, আলাউদ্দিন, হবিবর, নবুয়াত, আকমলসহ ১৫ জন গুরুতর আহত হন। আহতদের চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে আতিয়ার রহমান জানান, ‘আমরা সবাই মোস্তাক শিকদারের সাথে যোগদান করে নৌকা সমর্থন করে মোটরসাইকেল মার্কায় ভোট দেয়ায় আবুল হোসেন মেম্বার হুকুম দিয়ে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের কর্মী হাসেম মাস্টার, তাজুল, মজিবর, শরিফুল ইসলাম, স্বপন, সিদ্দিক জোয়ার্দ্দার, রশিদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়।
এ ব্যাপারে আবুল হোসেন মেম্বার জানান, বন্দেখালী গ্রামে তার দলের কর্মী সুফি, মিন্টু, রাকিব, রুহুল, সিদ্দিক, আরব, আসমত, আহম্মদ আলী ও লাবলুর বাড়িঘর ভাংচুর করে প্রতিপক্ষরা। এসময় তাদের কর্মী সমর্থকরাও আহত হয়েছেন।
ধাওড়া গ্রামের আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান, আতিয়ার রহমান তার দলের লোকজন নিয়ে আমার সাথে যোগদান করে মোটরসাইকেল মার্কায় ভোট দেয়ার আপরাধে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় হামলা চালিয়ে তাদের বাড়িঘর ভাংচুর ও মালামাল লুটপাটসহ তান্ডব লিলা চালানো হয়েছে।
এ ব্যাপারে ধলহরাচন্দ্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস বলেন, আমার দলের লোকজনের উপর তারা হামলা করলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের কিছু বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটসহ কয়েকজন গুরুতর আহত হয়।
এ ঘটনায় নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু জানান, আমার মোটরসাইকেল মার্কায় ভোট দেয়ার কারণে তাদের উপর মতিয়ার রহমান চেয়ারম্যানের সমর্থকরা হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর ও মালামাল লুটপাট করে নিয়ে গেছে বলে শুনেছি। আমি সেখানে যাচ্ছি পরিদর্শন করে বিস্তারিত বলতে পারবো।
এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী জানান, বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা শুনে সেখানে পুলিশ মোতায়েন করেছি। পরিস্থিতি শান্ত রয়েছ। লিখিত অভিযোগ পেলে মামলা নেয়া হবে।
এদিকে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশনে যায় ঝিনাইদহ-১ আসন থেকে বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত নৌকা প্রতিকের এমপি নায়েব আলী জোয়ার্দ্দার। এসময় ক্ষতিগ্রস্থ পবিবারের লোকজন তার কাছে সুষ্ঠ বিচার প্রার্থনা করেন।
পরিদর্শন শেষে এমপি নায়েব আলী জোয়ার্দ্দার জানান, শৈলকুপাকে হানাহানি ও সন্ত্রাসমুক্ত রাখার শর্তে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতিক দিয়েছিলেন। তার কর্মী সমর্থকরা উপজেলা পরিষদ নির্বাচনে মোস্তফা আরিফ রেজা মন্নুর মোটরসাইকেল প্রতিকে ভোট করে। অপর দিকে দোয়াত কলমের পরাজিত প্রার্থী শামীম হোসেন মোল্লার ভোট করেন ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বিশ্বাস। দোয়াত কলম পরাজিত হওয়ায় রাগে ক্ষোভে মতিয়ার চেয়ারম্যানের সামাজিক মাতব্বর ও ইউপি সদস্য আবুল হোসেনের নেতৃত্বে বন্দেখালী গ্রামে হামলা, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
১৯ ঘন্টা ১২ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ১২ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ১৩ মিনিট আগে
১০ দিন ৫ ঘন্টা ৪০ মিনিট আগে
১৮ দিন ১০ মিনিট আগে
২০ দিন ৯ ঘন্টা ২ মিনিট আগে
২১ দিন ১৯ ঘন্টা ৫৮ মিনিট আগে
২২ দিন ১৯ ঘন্টা ৫২ মিনিট আগে