সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোহাইল ইউনিয়নের খাদাশ ওলালপাড়া গ্রামে। ধৃত সুফিয়ান খাদাশ ওলালপাড়া গ্রামের আফতাব হোসেনের ছেলে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুরস্থ নিসহা ক্লিনিকে কর্মরত এক নার্সকে বেশ কিছুদিন যাবত প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল সুফিয়ান এবং ক্লিনিকে আসা যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করা শুরু করে। কিন্তু প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই নার্সের উপর ক্ষিপ্ত হয় সুফিয়ান। এক পর্যায়ে রোববার সন্ধ্যারাতেই কৌশলে বাড়ির প্রধান গেটের তালা ভেঙ্গে নার্সের বাড়ির বারান্দায় লুকিয়ে থাকে সুফিয়ান।
অপরদিকে ক্লিনিকের কর্ম শেষে রাত ১০টার দিকে নার্স বাড়িতে পৌঁছামাত্র সুফিয়ান দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোনে নার্সের নগ্ন ভিডিও ধারণ করে। ধারণকৃত ভিডিও সোসাল মিডিয়ার ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু নিজের সম্ভ্রম রক্ষায় ধস্তাধস্তির এক পর্যায়ে নার্স চিৎকার দিলে সুফিয়ান ওই নার্সকে এলোপাথাড়ি মারধর করে পালিয়ে যায়। পরিস্থিতির শিকার ওই নার্স থানা পুলিশকে খরব দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং ঘটনার রাতেই স্থানীয়দের সহায়তায় সুফিয়ানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় সুফিয়ানের হেফাজতে থাকা ২টি চাকু ও ১টি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।
শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম জানান, গ্রেফতারকৃত সুফিয়ানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন, পর্নোগ্রাফি ও অস্ত্র আইনে মামলা রেকর্ড পূর্বক তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
৬ দিন ৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৯ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
২৯ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে
৩৪ দিন ৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩৭ দিন ৫ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৭ দিন ১২ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩৭ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪৩ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে