সরকার সময়মতো কৃষকের হাতে কৃষি প্রণোদনা বীজ সার তুলে দেওয়ার কারণেই বগুড়া এখন শস্য ভান্ডারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
২৭ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে বগুড়ার সারিয়াকান্দিতে ফুলবাড়ি ইউনিয়নের আমতলী গ্রামের কৃষক ছানাউল ইসলামের জমিতে বোরো ধান কর্তন উৎসব এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কৃষকরা যাতে সময় মতো তাদের উৎপাদিত ফসল বিক্রি করে লাভবান হন তার জন্য এ অঞ্চলে একটি শস্য হিমাগার গড়ে তোলা হবে। গত বছরের তুলনায় এ বছর বেশি শস্য উৎপাদন আশা করা যাচ্ছে। উৎপাদিত শস্য আমাদের জেলার চাহিদা মিটিয়ে আমরা অন্য জেলায় সরবরাহ করতে পারবো। এ মৌসুমে কৃষকরা যাতে ধানের ন্যায্যমূল্য পান তার জন্য প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হবে।
স্থানীয় সাংসদ সাহাদারা মান্নান গণমাধ্যমকে জানান, বগুড়ায় শস্য হিমাগার স্থাপন করতে ইতোমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে আবেদন দেয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা সবসময় কৃষক এবং কৃষির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত আছেন। আশা করা যাচ্ছে সামনের বছর বগুড়ায় একটি হিমাগার স্থাপন করা হবে।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া খামারবাড়ীর উপ-পরিচালক মতলবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক, মেয়র মতিউর রহমান মতি, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, ফুলবাড়ী ইউপির চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ সহ স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
২৩ দিন ৫ ঘন্টা ৯ মিনিট আগে
৪১ দিন ১ ঘন্টা ৪ মিনিট আগে
৪৩ দিন ৪ ঘন্টা ৬ মিনিট আগে
৪৯ দিন ৭ ঘন্টা ০ মিনিট আগে
৪৯ দিন ৭ ঘন্টা ২ মিনিট আগে
৫২ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬০ দিন ৩৯ মিনিট আগে
৬৬ দিন ২৩ ঘন্টা ৪২ মিনিট আগে