বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌

বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধ বালু উত্তোলনের দায়ে আটক ০৫

গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর নৌ থানার অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪ জন এবং সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানার ১ জন সহ মোট ৫ জনকে আটক করা হয়েছে।
১০ জুন (শনিবার) সকাল ১১টায় সদর নৌ থানা সিরাজগঞ্জ সহ বগুড়া জেলার সারিয়াকান্দি থানাধীন কাজলা ইউনিয়নের বেনুপুর মৌজাস্থ যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানাধীন পলশিয়া এলাকার আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৮), সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানাধীন নাটুয়াপাড়া এলাকার মৃত শুকুর তরফদারের ছেলে রবিউল তরফদার (৪২), মোঃ আজিবরের ছেলে শাকিল খান (২১), আয়নাল হকের ছেলে রফিকুল ইসলাম ওরফে ওবাইদুল (২১) কে আটক করা হয়। 
এ সময় তাদের হেফাজত হতে বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ১০,০০০,০০ টাকা মূল্যের দৈর্ঘ্য অনুমান ৭৭ ফিট, প্রস্থ ১৫ ফিট একটি নাম বিহীন ড্রেজার মেশিন এবং আনুমানিক ১০,০০০,০০ টাকা মূল্যের দৈর্ঘ্য অনুমান ১১০ ফিট, প্রস্থ ২৫ ফিট একটি এমবি জোবাল কুয়েত নামক বাল্কহেড উদ্ধার পূর্বক একইদিন ১১:২৫ টায় জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করে আসামীদের বিরুদ্ধে এসআই (নিঃ) মাইদুল ইসলাম ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ এ এজাহার দায়ের করলে মামলা রুজু করা হয়।
অন্যদিকে, সারিয়াকান্দি থানার অফিসার ফোর্সের অভিযানে উপজেলার পাইকপাড়া (দিঘলকান্দি) এলাকার মৃত হামিদুর খলিফার ছেলে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী রতন খলিফা কে আটক করা হয় বলে নিশ্চিত করেন সারিয়াকান্দি থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম।

সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ এ এজাহার দায়ের করা হলে সেই এজাহার অনুযায়ী মামলা রুজু করা হয় এবং অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু উত্তোলনের সরঞ্জামাদি সহ চার জন আসামীকে আটক করা হয়। একই সাথে সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানার একজনকে আটক করা হয়। আটককৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

Tag
আরও খবর