বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর পাড় ভাঙ্গা শুরু হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে চালুয়াবাড়ী ইউনিয়নের শিমুলতাইড় গ্রাম ও শিমুলতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমন খবর শুনে ১৯ জুন (সোমবার) দুপুরে ঐ গ্রাম ও বিদ্যালয় পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক। তাৎক্ষণিকভাবে পরিদর্শন পূর্বক ব্যবস্থা গ্রহণ করেন তিনি।
বিদ্যালয় পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস কে বসাক জানান, পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কিছুক্ষণের মধ্যেই বালু ভর্তি জিইও ব্যাগ ফেলে নদী তীর ভাঙন রোধের কাজ করবে। স্কুলে খুটি গেঁড়ে লাল ফিতা দিয়ে সীমানা চিহ্ণিত করা হয়েছে, যাতে ছাত্র-ছাত্রীরা নদীর কিনারায় গিয়ে কোন ধরণের বিপদের সম্মুখীন না হয়। এ বিষয়ে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের নির্দেশনা দেওয়া হয়েছে। নৈশপ্রহরী সহ সহযোগী অন্যান্যরা যেন সার্বক্ষণিক অবস্থান করে সে ব্যাপারেও নির্দেশনা দেয়া হয়েছে। বিদ্যালয় এবং গ্রাম রক্ষার্থে প্রশাসনের সকল ধরণের প্রস্তুতি রয়েছে বলেও দেশচিত্র কে নিশ্চিত করেছেন তিনি।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম কবির, উপজেলা প্রকৌশলী তুহিন সরকার, উপজেলা আ'লীগের সাবেক সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, চালুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা সহ উপ-সহকারী শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২৩ দিন ৫ ঘন্টা ১১ মিনিট আগে
৪১ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে
৪৩ দিন ৪ ঘন্টা ৭ মিনিট আগে
৪৯ দিন ৭ ঘন্টা ১ মিনিট আগে
৪৯ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে
৫২ দিন ৬ ঘন্টা ৫০ মিনিট আগে
৬০ দিন ৪১ মিনিট আগে
৬৬ দিন ২৩ ঘন্টা ৪৪ মিনিট আগে