বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌

বগুড়ায় বালু উত্তোলনের ইজারা বন্ধের দাবিতে মানববন্ধন

বগুড়ার সারিয়াকান্দিতে “ভূমি বাঁচাও, কৃষক বাঁচাও” শ্লোগানে বোহাইল ইউনিয়নের বোহাইল মৌজা হতে বালু উত্তোলনের ইজারা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন বোহাইল ইউনিয়নের সচেতন জনগণ।

২রা জুন (সোমবার) বেলা ১১টায় স্থানীয়দের আয়োজনে উপজেলার বোহাইল ইউনিয়নের আওলাকান্দি নৌঘাটের সামনে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালিত হয়।
এ সময় স্থানীয় সমাজ সেবক ও ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় নদী ভাঙনের ফলে নদীগর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর ও ফসলি জমি। নদী পাড়ের এসব গ্রামকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অবিলম্বে বালু উত্তোলনের ইজারা বন্ধ ও যমুনা থেকে বালু তোলা বন্ধ করার দাবি জানিয়ে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বানও জানান তিনি।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দেখেছি এর আগে রাতের আধারে ড্রেজার মেশিন দিয়ে একটি মহল যমুনা নদী থেকে বালু উত্তোলন করেছে। এতে নদী তীরে ভাঙন দেখা দিয়েছিলো। অব্যাহত নদী ভাঙনে ঘরবাড়িসহ কৃষি জমি নদীগর্ভে চলে গেছে। এখনো ভাঙনের হুমকিতে রয়েছে এলাকার অসংখ্য বাড়িঘর। বোহাইল ইউপি’র বোহাইল মৌজার কিছু জমি চর জেগে ওঠায় পথে বসা ও ভূমিহীন কৃষকরা মাথা গোজার ঠাঁই করে  জমিতে ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করছি। এমন সময় কতিপয় লোক বর্ণিত জমির সংলগ্ন হতে যমুনা নদী থেকে বালু উত্তোলন করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ-কে ভুল ধারনা দিয়ে ও ভুল তথ্য দিয়ে লীজ বন্দোবস্ত করার অপচেষ্টা করে আসছে। বর্ণিত জমি সংলগ্ন হতে বালু উত্তোলন হলে তাৎক্ষণিক ভাবে সম্পূর্ণ আবাদী জমি সহ ঘর-বাড়ী, মসজিদ, মাদ্রাসা পুনরায় যমুনা নদীতে বিলীন হয়ে যাবে। ফলে অসহায় সাধারণ কৃষক গৃহহারা হয়ে না খেলে পথে বসিবে। পাশা পাশি মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা ঘোষিত এক ইঞ্চি জায়গা খালি পড়ে থাকবেনা এর প্রতি ফলিত হবে না যাহা অবজ্ঞার সামিল।
মানববন্ধনে আরও বক্তব্য দেন আওলাকান্দি ইএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আ'লীগের সদস্য আলহাজ্ব আব্দুল হামিদ, বোহাইল ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক সোলায়মান মাষ্টার, সাবেক সভাপতি মজনু খা, বোহাইল ইউনিয়ন ৮নং ইউপি সদস্য সাইফুল ইসলাম, ৯নং ইউপি সদস্য জাকির হোসন বুলু, সাবেক ইউপি সদস্য ফরিদ মোল্লা প্রমুখ।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক এর সাথে কথা হলে তিনি জানান, মূলত বালুমহালের ইজারা জেলা পর্যায় থেকে হয়। এলাকাবাসী সরাসরি জেলা প্রশাসন বরাবর আবেদনও করতে পারবেন। এ বিষয়ে আমাকে এখনও অবগত করা হয়নি। তবে যদি তারা উপজেলা প্রশাসন বরাবর আবেদন করেন, সেক্ষেত্রে আমি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে সমাধানের চেষ্টা করবো। 

আরও খবর