বগুড়ার সারিয়াকান্দিতে একইদিনে বিটল মন্ডল (৩৬) ও কিরন কুমার সাহা (২৫) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম।
জানা গেছে, ৩ সন্তানের জনক বিটল মন্ডল উপজেলার কুতুবপুর ইউনিয়নের পারদেবডাঙ্গা গ্রামের আবুল হোসেন মন্ডলের ছেলে এবং কিরন কুমার সাহা সারিয়াকান্দি পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের হিন্দুকান্দি গ্রামের আকালু সাহার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে বিটল মন্ডলের সাথে তার স্ত্রীর ঝগড়ার পর বুধবার সকাল সাড়ে ১০ টায় বিটল মন্ডলের পরিবারের লোকজন তার শয়ন ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশটি দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দিলে সারিয়াকান্দি থানা পুলিশ লাশ উদ্ধার করে। এলাকাবাসীর ধারণা পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর উপর অভিমান করে বিটল মন্ডল আত্মহত্যা করতে পারে।
অপরদিকে, একই দিন (বুধবার) দুপুরে কিরন কুমার সাহা'র শয়ন ঘরের তীরের সাথে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো লাশ দেখে তার পরিবারের লোকজন পুলিশে সংবাদ দিলে সারিয়াকান্দি থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
প্রেম ঘটিত কারণে কিরন কুমার সাহা আত্মহত্যা করতে পারে বলে ধারণা এলাকাবাসীর।
সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, উদ্ধারকৃত দুটি লাশেরই অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং অস্বভাবিক মৃত্যুর কারণে ২টি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।