বগুড়ার সারিয়াকান্দিতে প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে এক অবৈধ বালু ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
১৪ অক্টোবর (শনিবার) সকালে সারিয়াকান্দি থানা পুলিশের সহযোগিতায় উপজেলার কুতুবপুর ইউনিয়নের ধলিরকান্দি এলাকায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক।
অভিযান পরিচালনাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারার একটি মামলায় একজনকে জনকে ৫০,০০০( পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক বলেন, অবৈধভাবে বালু উত্তোলণের কোনো সুযোগ নেই। অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হচ্ছে। আশা করা যায়, খুব দ্রুত এই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা সম্ভব হবে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান বলেন, সারিয়াকান্দি উপজেলাকে নদী ভাঙনের কবল থেকে রক্ষা করতে নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার জন্য অভিযান চলমান রয়েছে।
ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন এই কর্মকর্তা।
১৬ দিন ১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩৩ দিন ২১ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩৬ দিন ৪০ মিনিট আগে
৪২ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪২ দিন ৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪৫ দিন ৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৫২ দিন ২১ ঘন্টা ১৩ মিনিট আগে
৫৯ দিন ২০ ঘন্টা ১৬ মিনিট আগে