বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে বগুড়ার সারিয়াকান্দির রহমত আলী নিহতের ঘটনায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২০ আগষ্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিহত পরিবারের সদস্যদের মাঝে এ সহায়তা প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম।
উল্লেখ্য, গত ০৫ আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাণ হারায় সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলের রহমত আলী নামের এক ব্যক্তি।
রহমত আলী বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের জামথলের বাসিন্দা। তার বাবা মুনজু মিয়া একজন দিনমজুর। অভাবের কারণে রহমত আলী জামথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। ২০২০ সংসারের হাল ধরতে ঢাকার গাজিপুর এলাকায় একটি গার্মেন্টস এ চাকরি নিয়েছিলেন। নিজে পড়াশোনা ছেড়ে দিলেও তার ছোটভাই আল আমিনকে ঢাকায় নিয়ে এসে পড়াশোনা করাতেন। রহমতের ছোটভাই আল আমিন গ্রামেই এইচএসসি পাশ করে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে স্নাতক শ্রেণিতে ভর্তি হয়েছেন।
আল আমিনের দেওয়া তথ্যমতে, রহমত আন্দোলনে যোগ দিতে গত ৫ আগষ্ট বিকেলে বাসা থেকে বের হলে রাত ৮ টার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করার পর রাত ১০ টার দিকে গাজীপুর শ্রীপুর মাওনা চৌরাস্তা প্রশিকা মোড় এলাকার আল হেরা মেডিকেল সেন্টারে রহমতের লাশ শনাক্ত করা হয়। সংঘর্ষে পুলিশের গুলি লেগে ঘটনাস্থলেই নিহত হয় রহমত। অ্যাম্বুলেন্সএ রহমতের মরদেহ তার গ্রামের বাড়ি জামথল নিয়ে আসা হয়। নিজের জায়গাজমি না থাকায় রহমতকে জামথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দাফন করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান জানান, নিহত পরিবারের সদস্যদের সাধ্যমতো সার্বিক সহায়তা করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত থাকবে।
৯ দিন ১ ঘন্টা ২৫ মিনিট আগে
২৬ দিন ২১ ঘন্টা ১৯ মিনিট আগে
২৯ দিন ২১ মিনিট আগে
৩৫ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৩৫ দিন ৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৩৮ দিন ৩ ঘন্টা ৪ মিনিট আগে
৪৫ দিন ২০ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫২ দিন ১৯ ঘন্টা ৫৮ মিনিট আগে