সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় প্রশাসক বসিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
মঙ্গলবার (২০ আগষ্ট) সকাল ১১ টায় সারিয়াকান্দি পৌরসভা কার্যালয়ে উপস্থিত হয়ে পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান। এসময় পৌরসভার সকল কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর পৌর প্রশাসক মোঃ তৌহিদুর রহমান পৌরসভার চলমান ভবনের কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হাসান মিয়া সহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও মোঃ তৌহিদুর রহমান জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আমরা নাগরিক সেবা যাতে বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখবো, বিশেষ করে জন্ম-মৃত্যু সনদ সহ সকল নাগরিক সেবা চালু রাখার নির্দেশনা দিয়েছি। এছাড়াও পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে খুব দ্রুত মশক নিধন এবং ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে সারাদেশের ৩২৩ জন পৌর মেয়রকে অপসারণ করা হয়েছে। পৌরসভায় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এতদ্বারা স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা-৪২ক এর উপধারা মোতাবেক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পাশে বর্ণিত পৌরসভার প্রশাসক নিয়োগ প্রদান করা হলো। নিয়োগকৃত প্রশাসকগণ স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২(ক) এর উপধারা ৩ মোতাবেক পৌরসভার মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
৯ দিন ১ ঘন্টা ২৫ মিনিট আগে
২৬ দিন ২১ ঘন্টা ১৯ মিনিট আগে
২৯ দিন ২১ মিনিট আগে
৩৫ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৩৫ দিন ৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৩৮ দিন ৩ ঘন্টা ৪ মিনিট আগে
৪৫ দিন ২০ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫২ দিন ১৯ ঘন্টা ৫৮ মিনিট আগে