বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান এর নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপজেলার নারচী ইউনিয়নের পোড়া পাইকর সলুর ঘাট সংলগ্ন বাঙালি নদী থেকে অবৈধ ভাবে বালু তোলার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় সোনাতলা উপজেলার জোড়গাছা নওদাবাগ এলাকার পিন্টু প্রাং এর ছেলে নাসিম (১৯) এবং একই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে শাহীন (৩৫) কে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসময় ১টি ড্রেজার মেশিন ও ১টি ট্রলি (বালু বহনকারী গাড়ি) জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
৯ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে
২৬ দিন ২১ ঘন্টা ১৪ মিনিট আগে
২৯ দিন ১৭ মিনিট আগে
৩৫ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে
৩৫ দিন ৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৩৮ দিন ২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪৫ দিন ২০ ঘন্টা ৫০ মিনিট আগে
৫২ দিন ১৯ ঘন্টা ৫৩ মিনিট আগে