বগুড়ার সারিয়াকান্দিতে বিভিন্ন মিষ্টি ও দইয়ের দোকানে যৌথ অভিযান চালিয়েছে জেলা নিরাপদ খাদ্য এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রাসেল মিয়া এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান এর নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করা হয়।
বগুড়া জেলা নিরাপদ খাদ্য ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যৌথ এ অভিযানে উপজেলার হাটফুলবাড়ী বাজারের একতা দইঘর, মিছরি পাতা দইঘর এবং সততা দইঘর কে সর্বমোট ২৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানকালে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রাসেল মিয়া বলেন, ভেজালমুক্ত নিরাপদ খাদ্য আমাদের অধিকার। সেইসাথে ক্রেতা ঠিকমতো তাদের কাঙ্খিত পণ্য পাচ্ছে কিনা এবং তারা কোনও প্রতারণার শিকার হচ্ছেন কিনা সে বিষয়ে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা হচ্ছে। এখানে ৩ টি দোকানে অভিযান পরিচালনা করে তাদের পণ্য বিক্রয়ে বেশকিছু অনিয়ম পরিলক্ষিত হয়েছে। সবকিছু মিলিয়ে নিরাপদ খাদ্য আইন এবং ভোক্তা সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
আগামীতে এ উপজেলায় এমন অভিযান অব্যাহত রাখা হবে বলেও নিশ্চিত করেন এই কর্মকর্তা।
৯ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে
২৬ দিন ২১ ঘন্টা ১৪ মিনিট আগে
২৯ দিন ১৭ মিনিট আগে
৩৫ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে
৩৫ দিন ৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৩৮ দিন ২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪৫ দিন ২০ ঘন্টা ৫০ মিনিট আগে
৫২ দিন ১৯ ঘন্টা ৫৩ মিনিট আগে