নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

সারিয়াকান্দিতে বৃষ্টির কারণে বাড়ছে মরিচ চাষে খরচ

বগুড়া সারিয়াকান্দিতে কয়েক দিনের টানা বৃষ্টিতে কৃষকদের মরিচ চাষে খরচ বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে। পচারি রোগে মরিচ গাছ মরে যাওয়ায় কয়েক দফায় লাগাতে হয়েছে চারা। মরিচের চারা সংগ্রহ করতেও বিপাকে রয়েছেন কৃষকরা। বৃষ্টির জন্য আগাম মরিচ বাজারজাত করতে পারছেন না তারা। সংকট মোকাবেলায় কৃষকদের ৫০ হাজার কোকোপিটের মরিচের চারা সরবরাহ করবে বগুড়া জেলা পল্লী উন্নয়ন একাডেমি। সারাদেশে বিখ্যাত বগুড়া সারিয়াকান্দিতে প্রতিবছরের ন্যায় এ বছরও কৃষকরা আগাম জাতের হাইব্রিড মরিচ জমিতে রোপণ করেছেন। রোপণের সময় অনুযায়ী কৃষকেরা সঠিক সময়ে কাঁচা মরিচ বাজারজাত করতে পারছেন না। কারণ হিসেবে কৃষকরা জানিয়েছেন, অসময়ের টানা বৃষ্টিতে তাদের রোপণকৃত মরিচের চারাগাছগুলো ঠিকমতো বেড়ে উঠতে পারেনি এবং জোয়ার নষ্ট হয়েছে। ফলে সঠিক সময়ে মরিচ গাছে মরিচ ধরেনি। তাছাড়া টানা বৃষ্টির কারণে বেশিরভাগ মরিচ গাছে পচারি রোগ ধরে তা নষ্ট হয়েছে। তাই মরে যাওয়া মরিচ গাছের যায়গায় আবারো নতুন করে বেশ কয়েকবার মরিচ গাছ রোপণ করতে হয়েছে। উপজেলার চরাঞ্চল ঘুরে দেখা গেছে, বেশ কয়েকজন কৃষক তাদের নষ্ট হওয়া মরিচ ক্ষেত নতুন ভাবে চাষ করে আবারও মরিচ গাছ রোপণ করছেন। কেউবা ২ থেকে ৩ বারও মরিচ গাছ রোপণ করেছেন। তাছাড়া অতিবৃষ্টির কারণে কৃষকদের মরিচ গাছে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হচ্ছে। এতে মরিচ গাছে গত বছরগুলোর তুলনায় অনেক বেশি পরিমাণে কীটনাশক স্প্রে করতে হচ্ছে। তাছাড়া অতিবৃষ্টির কারণে জমিতে বারবার নিড়ানি দেয়ার জন্য শ্রমিক খরচও বেশি হচ্ছে। এতে এ বছরের মরিচ চাষে কৃষকের গত বছরগুলোর চেয়ে উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে বারবার মরিচের চারা লাগানোর ফলে এলাকায় এখন হাইব্রিড জাতের মরিচের চারার সঙ্কট দেখা দিয়েছে। এ সংকট থেকে উত্তোরণে বগুড়া জেলা পল্লী উন্নয়ন একাডেমি কৃষকদের মাঝে ৫০ হাজার উন্নত জাতের কোকোপিটের মরিচের চারা সরবরাহ করার পদক্ষেপ নিয়েছে। ২ বার মরিচের ক্ষেত নষ্ট হওয়ার পর উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নয়া পাড়া গ্রামের কৃষক খাজা আকন্দ (৫৫) নতুন কওে আবারও জমি তৈরি করছেন মরিচ চাষের জন্য। অসময়ের অতিবৃদ্ধর কারণে ২ বার করে লাগানো মরিচ গাছ তার নষ্ট হয়েছে। ৩০ শতক জমিতে প্রতিবার মরিচ চাষ করতে তার ১৫ হাজার টাকা করে লোকসান গুনতে হয়েছে। পুনরায় শেষবারের মতো তিনি মরিচ চাষের জন্য জমি প্রস্তুত করছেন। তবে চারা সংগ্রহ নিয়ে তিনি দু:চিন্তায় আছেন। একই এলাকার কৃষক আব্দুল মান্নান তার ৫ বিঘা জমিতে গত বছর মরিচ চাষ করে ২ লাখ টাকা লাভ পেয়েছেন। এ বছর অতিবৃষ্টির কারণে তার ৫ বিঘা জমিতে ৬০ হাজার টাকা খরচ বৃদ্ধি পেয়েছে। তাছাড়া সঠিক সময়ে তিনি কাঁচা মরিচ বাজারজাত করতে পারছেন না। সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, গত বছর এ উপজেলায় ৩১১০ হেক্টর জমিতে ৪ হাজার ৭৫০ মেট্রিক টন শুকনা মরিচ উৎপন্ন হয়েছিল। এ বছর মরিচ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৩৫০ হেক্টর। যা ৩০৫০ হেক্টর জমিতে উৎপন্ন হয়েছে এবং চলমান রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম জানান, মরিচ গাছের পচনরোধ করতে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। বগুড়া জেলা পল্লী উন্নয়ন একাডেমির চর ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের পরিচালক ড. মো. আব্দুল মজিদ জানান, চরের কৃষকদের উন্নয়নে কাজ করা সরকারি প্রতিষ্ঠান পল্লী উন্নয়ন একাডেমি ক্ষতিগ্রস্থদের ৫০ হাজার মরিচ চারা বিতরণের উদ্যোগ নিয়েছে। বন্যা পরবর্তী সঙ্কট মোকাবিলায় ফসল নষ্ট হওয়া জমিগুলো দ্রুত চাষের আওতায় আনতে কোকোপিটে উচ্চফলনশীল মরিচ চারা উৎপাদন করছে তারা।
Tag
আরও খবর