সারিয়াকান্দিতে উদীচী শিল্পীগোষ্ঠীর সন্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সারিয়াকান্দি উপজেলা শাখার ৩০ তম সম্মেলন উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জাতীয় এবং দলীয় সংগীতের মধ্যে উদ্বোধনের পরে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। সন্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় উদীচীর কোষাধ্যক্ষ বিমল মজুমদার। উদীচী সারিয়াকান্দি শাখার সভাপতি আমিনুল ইসলাম হিরুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় উদীচীর সহ সভাপতি প্রবীর সরদার। সম্মেলন অধিবেশনে বক্তব্য রাখেন, বগুড়া জেলা উদীচীর সাধারণ সম্পাদক এস এম শাহিদুর রহমান বিপ্লব, সহ সাধারণ সম্পাদক আরিফুল হক রণিক, সারিয়াকান্দি উদীচীর উপদেষ্টা বাবু অরুণাংশু কুমার সাহা, শহিদুল হক খন্দকার, বেলাল হোসেন, সহ সভাপতি জাকিউল আলম ডুয়েল, রনজিৎ কুমার সাহা, কোষাধ্যক্ষ শাহীন আলম প্রমুখ।
সম্মেলনে আমিনুল ইসলাম হিরুকে সভাপতি এবং সাহাদত জামানকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট সারিয়াকান্দি উপজেলা কমিটি গঠন করা হয়েছে।