বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকালে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান মোঃ আতিকুর রহমান, ওসিএলএসডি রাশেদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হিরা, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও সাংবাদিকবৃন্দ।
কৃষক অ্যাপের মাধ্যমে আমন ধান ও চাল সংগ্রহে প্রতি মন ১৩২০ টাকা দরে একজন কৃষক ৩ টন করে ধান দিতে পারবে। এবছর ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৬৪ মেট্রিকটন, সিদ্ধ চাল ৭৪০ মেট্রিকটন এবং আতপ ১৬ টন। প্রতি কেজি সিদ্ধ চাল ৪৭ টাকা এবং আতপ চাল প্রতি কেজি ৪৬ টাকা দরে ক্রয় করা হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত ধান চাল সংগ্রহ চলমান থাকবে।