সারিয়াকান্দিতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের মানববন্ধন অনুষ্ঠিত
বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহার, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা নাহিয়া সুলতানা প্রমুখ।
এসময় “নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্য সামনে রেখে বিভিন্ন শ্রেণি-পেশার নারীরাও উপস্থিত ছিলেন।