বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানকে অপসারণের দাবিতে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। একদফা দাবিতে উপজেলা জামায়াত, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, উপজেলা নাগরিক কমিটি এবং সুশীল সমাজের আয়োজনে রবিবার সকালে উপজেলার মেইন ফটকে অবস্থান কর্মসূচি পালন করেছে। এরপর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। পরে চার সংগঠনের সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলার পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর এলাকার টিপুর মোড়ে ২ ঘন্টার জন্য উপজেলার মেইন সড়ক অবরোধ করে রাখা হয়। এতে সড়কে বিশালাকার যানজটের সৃষ্টি হয়। পরে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলামের অনুরোধে বিক্ষোভকারীরা আন্দোলন সমাপ্ত করলে পুনরায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক চন্দনী, নায়েবে আমির তোফাজ্জল হোসেন, সহ সেক্রেটারী সাদিকুল ইসলাম স্বপন, যুব সভাপতি বনী আমিন, সেক্রেটারি সোহাগ মিয়া, শিবির সভাপতি আব্দুস সোবহান, সেক্রেটারি আসিফ মাহমুদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আশিকুল ইসলাম বেলাল, সহ সভাপতি আনোয়ার হোসেন বিপ্লব প্রমুখ। উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শরিফুল ইসলাম মুশফিক, আল আমিন, মনির হোসেন, ওবায়দুর রহমান প্রমুখ। উপজেলা নাগরিক কমিটির প্রতিনিধি বুলবুল আহম্মেদ, মোমিনুর রহমান স্মরণ, সোহাগ মিয়া প্রমুখ। উপজেলা সুশীল সমাজের প্রতিনিধি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, শিবলী সরকার, দুলু মোল্লা, রাশেদ মিয়া প্রমুখ।
সারিয়াকান্দি ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, সড়ক অবরোধের সংবাদ পাওয়া মাত্রই আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলে তাদের শান্ত থাকার আহ্বান জানাই। পরে তারা সড়ক অবরোধ কর্মসূচি পরিহার করেছে। ফলে উপজেলার প্রধান সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।