চিকিৎসার অভাবে মারা গেলেন দুরারোগ্য ব্যাধি অ্যাপ্লাস্টিক এনিমিয়া রোগে আক্রান্ত বগুড়ার সারিয়াকান্দির সেই রিয়ান বাবু (১৫) নামের ৯ম শ্রেণির ছাত্র। গত ৬ জানুয়ারি রিয়ান এ রোগে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে গত ২৭ জানুয়ারি রিয়ানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রিয়ানের বোর্ণ মেরু প্রতিস্থাপন করা লাগত এবং এতে প্রচুর টাকার প্রয়োজন ছিল। তা যোগান না দিতে পারায় সেখানে গত শুক্রবার রাত ১২ টার দিকে রিয়ান মারা যান।
রিয়ান বাবু (১৫) সারিয়াকান্দি শহীদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয়ের ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। রিয়ানের প্রতিবন্ধী বাবা এবং সংসারের একমাত্র উপার্জনক্ষম দিনমজুর ভাই রিয়ানের চিকিৎসার খরচ জোগার করতে পারেননি। রিয়ানের বাবা জহুরুল ইসলাম উপজেলার সদর ইউনিয়ন চর বাটিয়া এলাকার একজন দৃষ্টি প্রতিবন্ধী। তিনি তার জীবনে ১১ বার নদী ভাঙনের শিকার হয়েছেন।
সহায় সম্বল হারিয়ে সবশেষে অপরের জমিতে মাথা গোঁজার মতো ঠাঁই করেছেন। থাকেন একটি কুঁড়েঘরে। মানুষের কাছে থেকে চেয়ে তার বড় ছেলেকে লেখাপড়া শিখিয়েছেন। রিয়ানের বড়ভাই রবিন মিয়া স্নাতক ১ম বর্ষের ছাত্র। একজন ছাত্র হয়েও দিনমজুর খেটে রবিন তার পড়াশোনার খরচ জোগায় এবং পরিবারের জন্য ডালভাতের জোগান দেন। পাশাপাশি ছোট ভাইকেও লেখাপড়া শেখাচ্ছিলেন। মানুষের কাছে সহযোগীতা চেয়েও তারা রিয়ানের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারেননি।
স্কুলের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র সূত্রধর বলেন, অর্থাভাবে আমাদের একজন স্কুলছাত্রের জীবন কলিতেই নিভে গেল। বিষয়টি আমাদের খুবই মর্মাহত করেছে।