ওয়ালটন কর্তৃক মৃত ক্রেতা পরিবারকে সুরক্ষা সহায়তা প্রদান
বগুড়ার সারিয়াকান্দিতে ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য নেওয়ার পর কিস্তি চলমান থাকা অবস্থায় ক্রেতার মৃত্যুর পর ওই পরিবারের মাঝে সুরক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ওয়ালটন প্লাজা সারিয়াকান্দিতে ম্যানেজার আমির আলীর সভাপতিত্বে মৃতের পরিবারকে নগদ অর্থ তুলে দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সরদার।
ওয়ালটন প্লাজায় কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড এর সুবিধা প্রাপ্তির আবেদন সূত্রে জানা গেছে, পৌর এলাকার দক্ষিণ হিন্দুকান্দি গ্রামের সামসুল ফকিরের মেয়ে সান্তনা আক্তার গত ১৮ জুলাই ওয়ালটন প্লাজা সারিয়াকান্দি থেকে কিস্তিতে একটা স্মার্টফোন ক্রয় করেন। স্বাভাবিকভাবেই কিস্তি পরিশোধকালে গত ০৩ জানুয়ারি মৃত্যুবরণ করেন সান্তনা আক্তার। সান্তনার মৃত্যুর পর উক্ত কিস্তির নমিনি হযরত আলী কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডের সুবিধাপ্রাপ্তির জন্য আবেদন করলে ওয়ালটন প্লাজা সারিয়াকান্দি হতে প্রতিষ্ঠানের প্রদত্ত নীতিমালা অনুযায়ী মৃতের পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।
জানা গেছে, সান্তনা আক্তার ২৭,৫০৩ টাকার কিস্তি মূল্যের ২০,৬০০ টাকা পরিশোধ করেছিলেন এবং ৬,৯০৩ টাকা বকেয়া রয়েছে। সুরক্ষা সহায়তায় আবেদন করলে সান্তনার পরিবার ৫০ হাজার টাকা নগদ অর্থ হিসেবে পাওয়ার জন্য বিবেচিত হন।
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী তার বকেয়া টাকা কর্তন করে বাঁকী ৪৩, ০৯৭ টাকা তার বাবার হাতে তুলে দেওয়া হয়।
এসময় ওয়ালটন প্লাজার কর্মকর্তা-কর্মচারী, সুবিধাভোগী পরিবার এবং অন্যান্য গ্রাহকরা উপস্থিত ছিলেন।