শেরপুরের ঝিনাইগাতীতে ২০২৪-২৫ মৌসুমে উফশী আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে ৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেনসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উপকারভোগীগণ।
এসময় ২০২৪-২৫ মৌসুমে উফশী আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৩৬৫ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। কৃষি প্রণোদনার মধ্যে ছিল, ৫ কেজি উফশী আউশ এর বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।
১ দিন ১৮ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ৩ মিনিট আগে