জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিভাগীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করে সম্মাননা সনদ পেয়েছেন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। জন্ম ও মৃত্যু নিবন্ধনে ধারাবাহিক সাফল্য অর্জন করায় ফেব্রুয়ারি/২০২৫ মাসে ময়মনসিংহ বিভাগের অধীন উপজেলাগুলোর মধ্যে ১ম স্থান অর্জনকারী হিসেবে বিভাগীয় এ সম্মাননা পান তিনি। জানা গেছে, দেশের অন্যান্য জেলার তুলনায় সীমান্তবর্তী (গারো পাহাড়) এলাকা হওয়ায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চাপ থাকা সত্ত্বেও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল-এর সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দক্ষতা ও তড়িৎ সাড়া প্রদানের কারণে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা বিভাগীয়ভাবে সম্মানিত হলো। ইতিপূর্বেও কয়েকবার ইউএনও আশরাফুল আলম রাসেল বিভাগীয়ভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
১ দিন ১৮ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ৩ মিনিট আগে