বগুড়ার শেরপুরে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আবু বকর সিদ্দিক নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩১ আগস্ট ২২) রাত ৮টায় উপজেলার বিলাশপুর ইউনিয়নের নাইশিমুল গ্রামে ওই ঘটনা ঘটে। আবু বকর সিদ্দিক ওই গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, বিকেলবেলা শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। খেলতে খেলতে পুকুরের পাশে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে ডুবে যায়। বাবা-মা বাড়ির ভেতরে কাজ শেষে বাইরে এসে শিশুটিকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। তখন
আশেপাশের লোক জানাজানি হলে রাত্রি আটটার দিকে প্রতিবেশীরা পুকুরের পানিতে বাঁচ্চাটিকে ভাসতে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিশালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার জানান, থানায় একটি ইউডি মামলা হয়েছে।
৯ দিন ২ ঘন্টা ৪ মিনিট আগে
১২ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে
১২ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৪ দিন ১ ঘন্টা ৫১ মিনিট আগে
১৬ দিন ৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৬ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৮ দিন ৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৮ দিন ১১ ঘন্টা ১৮ মিনিট আগে