বগুড়ার শেরপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধার মধ্যদিয়ে ৪৮তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদা জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সংগীত, চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ শাহ জামাল সিরাজীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউর করিম, শেরপুর থানার অফিসার ইনচার্জ অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মো: রায়হান পিএএ, পৌর আওয়ামী লীগের সভাপতি সারওয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভূট্টো, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি রেজাউল করিম শিপ্লব, সাধারণ সম্পাদক নূরে আলম সানি, পিআইও শামছুন্নাহার শিউলী, শেরপুর থানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিবসটিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, শেরপুর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, শেরপুর অফিসার্স ক্লাব, শেরপুর উপজেলা আওয়ামী লীগ, প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন এবং প্রতিষ্ঠানের পক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া বাদ জুম্মা উপজেলা মডেল মসজিদে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল করা হয়। ওই মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি মাওলানা হেদায়তুল্লাহ