আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি
কাউকে পিছনে ফেলে নয়! দেশের সকল অনগ্রসর অংশকে উন্নয়ন মুখী করতে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ডিটিএলপির মাধ্যমে উপজেলার ক্ষুদ্র-নৃগোষ্ঠী অনগ্রসর পরিবারের মাঝে বুধবার (২৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে বিতরণ করা হয়েছে। ৩৩০ টি পরিবারকে ২০টি করে হাস, ১টি করে হাসের ঘর ৯ কজি করে দানাদার খাবার বিনামূল্যে দেওয়া হয়। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানার সভপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু।
অনুষ্ঠানে সমন্বয়কারী এবং সহযোগিতা হিসেবে ছিলেন শেরপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. রায়হান পিএএ। পুসাসের সভাপতি তাওহীদুল সুমনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সহ-সভাপতি মুন্সী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, ভেটেরিনারি সার্জন রেহেনা খাতুন ও ক্ষুদ্র-নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ এবং সুফলভোগী।
১৬ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে
১৯ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৯ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
২১ দিন ৪ ঘন্টা ২ মিনিট আগে
২৩ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৩ দিন ৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৫ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৫ দিন ১৩ ঘন্টা ২৯ মিনিট আগে