বগুড়ার শেরপুরে বিশালপুর ইউনিয়নে চলাচলের রাস্তা বন্ধ করায় শনিবার (২৬ আগষ্ট) শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজু আহম্মেদ নামের এক ভুক্তভোগী। অভিযোগ সুত্রে জানা যায়, রাস্তটি আমাদের পৈত্রিক সম্পত্তি। ইটের ছলিং করা আছে। এই রাস্তা দিয়ে আমরাসহ এলাকার লোকজন দীর্ঘদিন যাবাৎ চলাচল করে আসছি। গত ২৪ আগষ্ট বিকেলে পালাশন গ্রামের আজাহার আলীর আকন্দের ছেলে জয়েন উদ্দিন (৫৫), ময়েন উদ্দিন (৬৫) জোর জবর করে রাস্তার মাঝে খরের পালা দিয়ে রাস্তা বন্ধ করে। খরের পালা দিয়ে রাস্তা বন্ধ করার কথা বলতে গেলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং লাঠি সোটা নিয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও জীবন নাশের হুমকি দেয়।
এই বিষয় নিয়ে বিগত দিনে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সমাধান করে দেন। কিন্তু বিবাদীগন তা না মেনে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। রাস্তাটি চলাচলের উপযোগী করতে গলেই রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করিছ।
এ বিষয়ে শেরপুর থানা সহকারি উপ পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৬ দিন ৪ ঘন্টা ১৮ মিনিট আগে
১৯ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে
১৯ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে
২১ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে
২৩ দিন ৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৩ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে
২৫ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে
২৫ দিন ১৩ ঘন্টা ৩২ মিনিট আগে