শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটি ও ভাংচুরের ঘটনায় উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন মোশারফ হোসেন, আনোয়ার হোসেন অন্য পক্ষের আসাদুল ও আব্দুল হান্নান। তারা সকলে অত্র ইউনিয়নের মধ্যভাগ গ্রামের বাসিন্দা। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুঘাট ইউনিয়নের চেয়ারম্যান মনিজরুজ্জামান জিন্নাহ। এর আগে শনিবার রাত ৯টার দিকে ওই ইউনিয়নের মধ্যভাগ গ্রামের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামের গোলাম রসুল ধুল্ল্যার ছেলে আব্দুল হান্নানের দোকান থেকে নজরুল ইসলাম ১২০ টাকার প্রয়োজনীয় নিয়ে টাকা পড়ে দিতে চাই। তখন আব্দুল হান্নান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে নজরুল ইসলাম বিষয়টি তার চাচাতো ভাই মোশারফ হোসেনকে জানায়। মোশারফ হোসেন বিষয়টি জানতে তার দোকানে আসা মাত্রই আব্দুল হান্নান ও আসাদুল ইসলাম তার উপর অতর্কিত হামলা চালায়। তাকে বাঁচাতে আনোয়ার হোসেন এগিয়ে এলে তাকেও মারধর করে। পরে আত্মীয় স্বজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করায়। এবং হান্নানের দোকন ঘরও ভাংচুর করা হয়েছে।
এ বিষয়ে জানতে আব্দুল হান্নানের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।
আহত মোশারফ হোসেন জানান, বিষয়টি জানতে ও মিমাংসা করতে তার দোকানে গেলেই তারা লাঠি বাটাম দিয়ে আমার উপর হামলা চালায়। এবং আমার মাথা ফেটে দিলে মাটিতে পড়ে যায়। তখন লোকজন আমাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
এ বিষয়ে শেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান, অভিযোগ পায়নি পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
১৬ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে
১৯ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৯ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
২১ দিন ৪ ঘন্টা ২ মিনিট আগে
২৩ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৩ দিন ৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৫ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৫ দিন ১৩ ঘন্টা ২৯ মিনিট আগে