বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা গ্রামে প্রায় ১৫০টি বেলজিয়াম কাঠের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী শ্রী চণ্ডী চরণ সরকার শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভবানীপুর ইউনিয়নের বিশ্বা গ্রামের মৃত হারানচন্দ্র সরকারের ছেলে শ্রী চণ্ডী চরণ সরকার শেরপুর থানাধীন বিশ্বা মৌজায় আমার একটি ০৯ শতক জমির ওপর ১৫৫ টি বেলজিয়াম কাঠ গাছ ছিলো। বুধবার (৫ সেপ্টেম্বর) বিকাল অনুমান ৬ ঘটিকার সময় আমার জমিতে গাছ গুলো দেখে বাড়ীতে চলে আসে। পরের দিন সকাল অনুমান ১০ ঘটিকার সময় জমিতে গিয়ে দেখি জমিতে থাকা ১৫৫ টি গাছের মাঝখান দিয়া ভাংগা। মঙ্গলবার বিকাল অনুমান ০৬.১০ ঘটিকা হইতে বুধবার সকাল ১০টার মধ্যে অজ্ঞাতনামা কেবা কাহারা জমিতে অনধিকার প্রবেশ করিয়া জমিতে থাকা ১৫৫ টি বেলজিয়াম কাঠের চারা গাছ ভেঙ্গে প্রায় ২০ হাজার টাকা ক্ষতি সাধন করে। উক্ত ঘটনার স্বাক্ষী মোঃ সুমন (২৫),মোঃ দুলাল সরকার (৫০)।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবু কুমার সাহা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৬ দিন ৪ ঘন্টা ১৩ মিনিট আগে
১৯ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৯ দিন ১৭ ঘন্টা ৫৬ মিনিট আগে
২১ দিন ৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৩ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
২৩ দিন ৭ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৫ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৫ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে